ভাবি,এই বিশ্বে কী দুর্দিন ঘনিয়ে আসছে
কতগুলো বর্বরের নির্মম অত্যাচারে!এখন
বহু দেশ যেন গ্রহণের কবলে পড়ে ধীরে
ধীরে হচ্ছে আলো হারা।
দেশগুলোর সম্পদের সাইফন চলছে যেন
নিঃশব্দে নীরবে।লুটেদের হাতে পড়ে সব
সম্পদ যাচ্ছে ব্যক্তি মালিকানায়।হারাচ্ছে
ওদের বর্তমান ঠিকানা।
ভবিষ্যতে হয়তো ওরা নিজেদের দেশের
সরকারকেও তুলবে নিলামে।আগাছাদের
বাড়বাড়ন্তে বাঞ্ছারামের অনুপম সাজানো
বাগানের অন্তিম দশা-প্রায়।
ভাবি,প্রকৃতি প্রেমীদের এখন আর সময়
নয় বাগবাগিচার গাছে গাছে ফুল কিবা
উড়ন্ত প্রজাপতিদের দেখে পরীদের মতো
কল্পনার জগতে ভেসে বেড়ানোর।তাদের
এখন সময় এসেছে মৃতপ্রায় বাগিচাদের
দিকে ফিরে তাকানোর।সকলকে কল্পনার
জগত থেকে ফিরে এসে পা রাখতে হবে
বাস্তবের মাটিতে।নয়তো অচিরে সকলে
চলে যাবে পুলিশের খাতায়,নিরুদ্দেশের
তালিকায়।
প্রকৃতি প্রেমীরা যেখানে থাকুন না কেন
একটিবার তাকিয়ে দেখুন বিশ্ব-বাগিচার
গাছগুলোর দিকে।প্রাণঘাতী কিছু আগাছা
মিথোজীবিতার কথাটি ভুলে যেন তাদের
গলা টিপে ধরছে শোষণের স্পৃহায়।    
মুমূর্ষু রোগীর মতো গাছেরা হাই তুলছে।
তাদের এই দুর্দশায় দেখে মালীরা অক্লান্ত
প্রচেষ্টায় আগাছা নির্মূল করে গাছগুলোকে
বাঁচাতেই মরিয়া,ঠিক যেমন আই সি ইউ
তে ভর্তি মরণাপন্ন রোগীকে বাঁচাতে তার
দেহ থেকে ক্যান্সারে আক্রান্ত কোষগুলিকে
উচ্ছেদে তৎপর হন শল্যচিকিৎসকেরা।
জীবনের এই অপরাহ্ণে বেঁচে আছি এটুকু  
আশা নিয়ে অচিরে পরিসমাপ্তি ঘটবে এই
গ্রহণের অন্ধকার দশা।পৃথিবী এখনো পুরো
তমসাচ্ছন্ন হয়নি এটাই ভরসা।