এ বড়োই শক্ত, গরানও হার মানে।
ভেবেও পাই না কে, কবে, কোথায়
দেখেছে এমন কিছু এ জীবনে!
ভাবখানা, আমফান ঝড় ধেয়ে এলে
গরানের হলো কী? মাটি থেকে মূল
উপড়ে ফেলবে নাকি?
পাঁকে বাস। কাদামাটি কামড়ে ধরে
আছে বেশ শক্ত করে। ভাঙবে গাছ?
বলা দুষ্কর।
খবরে জেনেছি আসছে প্রলয়কারী ঝড়।
তাকেও নাকি মাটিতে লুটিয়ে দিতে
পারে। বিপদ শিয়রে।
দেখো, টিকটিকি ঘরের দেওয়ালে বসে
এ সময় টিকটিক শব্দ করছে বটে কিন্তু
সে যতই শব্দ করুক না-কেন, কী হবে
বলা দুষ্কর।