পথ প্রশস্ত,কন্টকমুক্ত ও বটে।  
হয়তো এগোচ্ছি এ যুগের অবসানের দিকে।
মানবতা!তারও প্রস্থান,
নত শিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে
মহাশূন্যের দিকে।
অন্ধ সমাজের নজর নেই সেদিকে!
হায়রে,গর্বের মানব সভ্যতা!
অচিরে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মনে হবে নাকি
ঝাঁপিতে রয়ে গেল অজস্র অব্যক্ত কথা।
আকাশের দখল নিচ্ছে কাক ও শঙ্খচিল।
ঢিল ছোঁড়া দূরত্বে থেকে ওরা করছে
গগন-ভেদী ভয়ার্ত চিৎকার।
জানি না,মনুষ্যকূলকে দিচ্ছে কি ধিক্কার?
সে নাই হোক,সবার কানে পৌঁছচ্ছে কিনা
কোনও অশুভ বার্তা?
প্রশ্ন এবার,মানুষ হবে কি নিশ্চিহ্ন?
কেননা,হিংসা ও অমানবিকতা পাচ্ছে
খুবই প্রাধান্য।
চলছে বড়দের লড়াই,অস্ত্রশস্ত্র যাদের যাই
থাকুক না কেন মোক্ষম হাতিয়ার থেকে
শিশুরা কি আর বাদ যায়?
পরিণতি ভাবতেও কষ্ট হয়,মনুষ্য কূল
নিশ্চিহ্ন হলে,সমাজ,রাষ্ট্র,সম্পদ,ধর্ম
এসব কাদের জন্য?
কত কী ঘটে,মগজে বাঁধলে বাসা সর্বনাশা
হিংসা,লোভ ও লালসা।
সামনে মসৃণ পথ।দুর্বার গতিতে অবিরাম
অতলে তলিয়ে যেতে আর বাধা আছে কি?