বুঝতে কি বাকী –
স্বাতী নক্ষত্রে একটি বারিবিন্দুর প্রত্যাশায়
সুক্তিদের মতোই যদিও তারা আশায় বুক
বেঁধেছিল,ভাগ্যের চাকা ঘুরলো বিপরীতে।
বঞ্চিত জাতির মেরুদণ্ডটি খণ্ড-বিখণ্ডিত,
আর বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎও
ধূলি-ধূসরিত।
নির্যাতন নেমে এসেছে
এযেন আগ্রাসী সিংহের রোষাগ্নির মতো?
ইতিহাসের সব সাক্ষ্য এখন বহ্নিশিখায়
যেন পুড়ে ছাই।
চলছে তাদের সবার ন্যায্য দাবীকে স্তব্ধ
করার প্রচেষ্টা।
হঠকারী সিদ্ধান্ত কিনা?
ভাবনাগুলো ছাড়িয়ে যেতে পারে সীমানা।  
নাবিকের হঠকারী সিদ্ধান্তে ডুবতেও পারে
বিনা দোষে টাইটানিকের যাত্রীদের মতো!
গোধূলি বেলা।আকাশে সিঁদুরে মেঘ।
দম্ভে সবার মাথার উপর নিজেকে তুলে
ধরার প্রচেষ্টার পরিণতি।
বিদায়ের পালা আসন্ন।
মালাকার গাঁথছেন বসে বিদায়ের মালা।