ওরে, যা বলি যাই মন দিয়ে শোন, মুখ ঘোরাস না,
গাছের গোড়ায় জল দেবো কী, জল তো জোটে না।        
ওরে, তোরা দেখে যা সে কারণে এখন করি কী?
রোজ সকাল সাঁঝে ওদের মগডালে জল ছিটিয়ে দি’।


এ নতুন প্রযুক্তি! দেখেও তোরা অবাক হবি ঠিকই
সে জল গাছের গোড়ায় না-গেলেও ক্ষতি হবে কী?
ওরে, এ খরার সময় ওদের কথা আর ভাবে কে?
ভাবিস নাকি গোড়া শুকিয়ে কাণ্ডও হবে লিকলিকে?


তা হলেও, বলা ভালো, পাতা তরতাজা থাকলে হলো
আর বাদবাকি সব শুকিয়ে গেলেও কী বা এলো গেল?
ভাবিস নাকি ওদের ভার বইবে কে? সেও কি ভাবে?
ওরে, সে ভার ঠিক সয়ে যাবে, ছাড় পেলো কে কবে?


বলি, গদির উপর চেপে বসলেও কী, ওর সয়ে গেছে!
ভাবিস না আর বসে, দেখে যা গাছগুলো ঠিক আছে।