হোক সে গভীর রাত
জেগে আছি অনিদ্রায়
দেখি বাতায়ন দিয়ে ঘরের বাইরে
রাতের তারাগুলোর ও দেখা নেই
মেঘেরা ঢেকেছে আকাশ
চারদিক ছেয়ে আছে ঘন অন্ধকারে।
শুনি ঝিঁ ঝি পোকাদের ডাক,
সে ডাক তো নয়, বলা ভালো আর্তনাদ!
হয়তো দুঃখ কষ্ট ওদের বুকে
নিথর পাথরের মতো চেপে রয়েছে।
জোনাকিরা জ্বলছে মিটিমিটি
অন্ধকার ঘোচাতে সচেষ্ট
কিন্তু ঘোর আঁধার ঘোচাবে সে সাধ্য কি?
অন্ধকারে ছেয়ে গেছে ঘরের ভেতর ও বাইরে
ভেবে দেখেছি, কালরাত্রিতে
আকাশ মেঘে ঢাকলে এ দশা হয়
এ অবস্থা হবেই তো
কালরাত্রির আর দোষ কী?
ব্যাপক অন্ধকার ঘোচাতে পারে কি গুটিকয় জোনাকি?