বলবো কী আর তোমার আমার জীবন রথ
টেনে নিতে লাগে নাকি বেঁচে থাকার রসদ?
যা লাগে এ কাজে সবই থাকে কোন্ দেশে?
লঙ্কা আছে তো নুন নাই এমনি খেতে বসে
এ দশা বিশ্বে সব দেশে,বেঁচে থাকবে কিসে?
সব দেশ-ই,চাহিদা কী ও কতটা হিসাব কষে
বিশ্ববাজারে সাধ্য মতো সেসব কিনতে আসে।
ভাবছো কি সে বাজারে লেনাদেনা হয় কিসে?
সেথায় নানান দেশের টাকাকড়ি মানছে হার
সে বাজারে কেনাকাটাতে লাগে বৈকি ডলার।
মুক্ত বিশ্ববাজারে চলে না নিজ দেশের কড়ি
বলতে হবে,ডলার জুগিয়ে নেওয়া কষ্ট ভারী?
বিদেশে কর্মরতরা দেশে পাঠালে জুটতে পারে
দেশের সম্পদ রপ্তানি করলেও সে আসে ঘরে
বিদেশী পর্যটকরাও ভ্রমণে এসে যোগায় সেটি
ভাবো এবার, কোন দেশে তার উৎস কোনটি।
বলি,নয়তো কেনাকাটা সব ভাবনা হবে মাটি
জেনে রেখো, এ যাবত যা বলেছি সবই খাঁটি।
ভাবছো কি শ্রীলঙ্কা ঋণের ফাঁদে পড়লো কেন?
করোনা কালে বিদেশীরা পর্যটনে থামলো যেন
রপ্তানিও বিশেষ কিছু হয় কি সে দেশটি থেকে
বিদেশে কর্মরত?অসমর্থ!মেরুদণ্ড যাবে বেঁকে।
যুদ্ধবাজরা দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে করছে কী?
বহু দেশে ডলারের উৎস থমকে যাচ্ছে নাকি?
এবার ডলারের অভাব হবে বৈকি নানান দেশে
বিশ্ববাজার মুখ থুবরে পড়বে নাকি অবশেষে?
ভাবো,বাঁচতে ন্যূনতম চাহিদাও যোগাবে কিসে
শ্রীলঙ্কার মতো অবস্থা হবে নাকি দেশে দেশে?