দেখেই চোখ ছানাবড়া, হায়রে! একী দিনকাল!
কে জানতো, তার থলিতে ছিল অজস্র বিড়াল?
ওরা কতকাল থলিতে থাকতে পারে বসে?
বসে থেকে ওদের দেহে ব্যথা ধরেছে কষে
তাই গা ঝাড়া দিতে বেরিয়ে আসতেই এই হাল।
এই অবধি এক দুই তিন করে কম কি বেরোল?
দেখেছি সমস্ত হুলো বিড়ালগুলো ব্যাপক কালো।
ওরা বেশ উঁচু, গায়ে গতরেও জুতসই
ওদের কান নাগালে পেতে লাগছে মই
আঁধারে ওদের চোখ থেকে ঠিকরে বেরয় আলো।
এখানে থেমে নেই, বিড়ালেরা বেরুচ্ছে ক্রমাগত
থলির ভিতরে এখনো কে জানে, আছে আর কত!
ঘুম উবেছে ওদের ম্যাও ম্যাও ডাক শুনে
কে জানে, ওদের ডাক থামবে কোন ক্ষণে!
হয়তো থলি ধরে নাড়লে বেরুবে আরো শত শত।