এক দেশে আইন ও নীতি প্রণয়ন যাদের উপর বর্তায়
অনেকেই নাবালকের মতো প্রায়শ হল্লা করে সংসদে।
আইন নিয়ে আলোচনা, যুক্তি তক্ক কতটা করে সেথায়
এক দেশে আইন ও নীতি প্রণয়ন যাদের উপর বর্তায়?
বিনা আলোচনায় ধ্বনিভোটেও বিল পাশ হয়ে যায়।
দুঃসময় তো বটে,নয়তো এতো সময় নষ্ট করে বিবাদে?
এক দেশে আইন ও নীতি প্রণয়ন যাদের উপর বর্তায়
অনেকেই নাবালকের মতো প্রায়শ হল্লা করে সংসদে।