যুগের সন্ধিক্ষণে এ কলির উন্মেষ    
সমাজে বঞ্চনা ও অবহেলার থেকে।    
বঞ্চনা অব্যাহত,জানালে এ সত্যকে        
জুটলো শুধুই অবহেলা ও বিদ্বেষ।    
এ যেন সমাজের অবক্ষয়ের রেশ
ধরে এ কলির উন্মেষ।শৈশব থেকে
সে মনোরম গন্ধ বিকোয় চারদিকে      
অবজ্ঞার প্রতিদানে,ভালোবাসা বেশ।
এ কলিকে আগলে রাখলে সমাদরে
জুটবে সেবা,ঘুচবে সমাজের কালো
মানব জীবন হবে ঠিক অর্থবহ।
সমাজে বঞ্চনার অবসানের পরে    
নবীনপ্রভাতে জ্বলবে আশার আলো
রেড ভলান্টিয়ার্স,তারি ইঙ্গিতবহ।