ওদের বহু কষ্টের রোজগার
সৎ কিবা অসৎ পথে, রঙ তার সাদা কিবা কালো ।
আতস-কাচ দিয়ে দেখার কিবা ভাবার প্রয়োজন নেই
বিপুল অর্থ, পাহাড় প্রমাণ বলা ভালো !
দেশ স্বাধীন হবার পর থেকে গণ্যমান্য ব্যক্তিরা জানে
সেসব অর্থ স্বদেশে বিনিয়োগে কিবা দেশীয় ব্যাঙ্কে
গচ্ছিত রাখা কতটা ঝুঁকিপূর্ণ ,
ব্যক্তি-স্বার্থে আঘাত আসতে পারে, যে কোন সময় ।
তোলাবাজ দাদাদের ভয় ! তার চেয়েও ভয়
কালো টাকার জন্য হতে পারে সি,বি,আই হানা ।  
আর তোকে নিয়ে ওদের সদ্ভাবনা কোথায়?
দেশমাতা, ওরা তোর কথা ভাববে
ওদের কাছে সেই প্রত্যাশা করিস না মোটে?
বলি, ছিন্নবসনা, দরিদ্র, অনাহারী !
গাছতলায় বসে কাঁদ, যত পারিস,
বলি তোকে শোন, ‘ তোকে টা-টা দিয়ে ওদের
অনেকে চলে গেছে বিদেশে সেসব অর্থকড়ি নিয়ে,
স্বদেশকে বঞ্চিত করে, ব্যক্তি-স্বার্থে
বিদেশের ব্যাঙ্কে সেসব গচ্ছিত রাখতে।
জানিস, কি কাজে লাগবে সেই অর্থকড়ি?
সেখান থেকে চড়া সুদে ধার নিয়ে আনতে হবে
তোর ছেঁড়া বসনে তালিতাপ্পি দিতে!
আর কিভাবে ধার শোধ হবে,জানতে চাস?
মা,সে উত্তর জানা নেই!জিজ্ঞেস করিস না মোটে' ।
যদিও,একথা সত্য,' মা! বিদেশে পাচার করা অর্থে
তোকে সাজানো যেত রাণীর মতো,
তোর মুখেও হাসি ফুটতো’!