সকলের দুখ শোক       ভার বহে মেঘ লোক        
           ওরা কালো মেঘে মেশে
মেঘের তরণী ধায়      ওরা সেথা ঠাই পায়
            জলধর কালো কেশে।

মেঘের মলিন মুখ      সীমাহীন বহে দুখ
            যেন দুখাতুর সীতা।  
বরষার মেঘে দেখা     জলধর চলে একা
           ঝাঁকায় সে তার মাথা।


তার সিঁথি আঁকাবাঁকা     নেমেছে শাখা প্রশাখা
               সেসব বিজলি রেখা।
পাগলি প্রলাপ বকে       অনেক দুখে ও শোকে
                বরষায় তাকে দেখা।


কেশ হতে ঝড়ে বারি    শোকে দুখে বেশ ভারি      
               নামে ধরণীর দিকে
এসে ধরণীর কোলে     সেসব পড়েছে ঢলে
               ধরণী নিয়েছে বুকে।
            
জননী সহেন দুখ       তবু সদা হাসিমুখ
              যদিও শোণিত ঝরে
সতত আশিস ঢালে    প্রাণ জাগে ধরাতলে
             আনন্দ ছড়িয়ে পড়ে।