রাজ কুমার   ওগো তোমার
         জনম দিনে
দূরের থেকে   আশিস রেখে
         ভাবছি মনে


আগের বারে   ভুগে ই জ্বরে
         ছিলেম ঘোরে          
রোগের ভয়ে   ঘরে ই শুয়ে
         কাটলো ওরে।


আজকে দিনে   জাগছে মনে
           অনেক কথা      
সেসব ভেবে   এই পরবে
          জাগছে ব্যথা।              


এই বছরে    ছিলাম ঘোরে
          যাবার তরে
আমার নাতি   কুলের বাতি
         ফুঁসছে  জ্বরে।
      


তাই তো আজ   পড়লো বাজ
          গেলাম নাকো
নিজের গুনে    সবার সনে
         খেলতে থাকো।


খাবার পাতে   মায়ের হাতে  
         পায়েস খাবে  
ঘুম টি পেলে  মায়ের কোলে
         ঘুমিয়ে নেবে।


আসলে পরে    আদর করে    
          এই দরদী
আপন কোলে   নেবো ই তুলে  
          বলছি দিদি।