নিশুতি রাত।তবুও জেগে আছি।
ঘুম না-এলে যা হয়,পায়চারী করেছি ঘরে।
জানালা খুলে আকাশকে দেখতে ইচ্ছা হলো।
দেখেছি কালো,চারদিকে জমাট অন্ধকার।
মিটমিট করছে আকাশের তারা।
ঘুম নেই।জগৎ কে দিচ্ছে প্রহরা।
ওই দূরে তাকিয়ে আছে বাঁকা চাঁদ।
সেকি আর বাদ যায়?
জেগে আছি,তবু এ-পাড়ায় পাই না কারো সাড়া।
পাবো কী করে?
বৃদ্ধদের ঘুম ছিল না।আরও অনেকের,
বিশেষত শিক্ষিত যুবক যুবতীদের।
হয়তো বহু বৃদ্ধ ঘুমিয়েছেন ঘুমের ওষুধ খেয়ে।
আর কোটি কোটি যুবক যুবতীর কাছ থেকে
এ-সময় ঘুম-পাড়ানি নিয়েছে সাময়িক ছুটি।
কবে ফিরবে?
বলে যায়নি।বড়ো অসহায় তারা।
তাদের শিয়রের পাশে ঘুরছে কালো বিড়াল।    
এ সময় প্রেমের স্বপ্ন দেখবে?-অলীক কল্পনা।
প্রকৃতি?যেমন দেখে,পোড়া চাটু বলতে ক্ষতি কি?
পূর্বসূরিদের দেওয়া উপহার পকেটে পুরে রেখেছে।
সর্বোপরি,বেকারত্ব নৈসর্গিক বিষয়াদি নিয়েছে কেড়ে!
মুখ বুজে এই গহন রাতে তারা হয়তো
অবিরাম বিরহের কাব্য লিখছে।