আজ এই আবহে সারা বিশ্বজুড়ে
কৃষ্ণ- মেঘেরা রাখুক সূর্যকে ঘিরে,
আসুক এক সুদীর্ঘ রাত প্রতি ঘরে
পেঁচারা জাগুক রাতে প্রতি প্রহরে।


তারা জাগিয়ে রাখুক নর-নারীকে
হিসাব করুক সকলে সুদীর্ঘকাল
ধরণীর পায়ে লৌহ-শৃংখল পরিয়ে
এ যাবত কতটা কষ্ট দিলো তাকে।


অরণ্য নিধন করে গড়েছে নগরী
আকাশচুম্বী অট্টালিকা সারিসারি।
লুটেরা উল্লাসে প্রকৃতি নিধন করে
জলসায় মশগুল নিজদের ঘরে।


অশ্রুবারি ঝরুক সবার থরে থরে
দুর্যোগ দেখা দিক সকল সংসারে,
মানব জাতি বুঝে নিক হিসাব টা
কত ক্ষতিগ্রস্থ হলো এই জগৎটা।