যেও না ভাই আল পথে
চিনে-জোঁকের উৎপাতে।
গিলে ওরা কারণ বারি  
জ্বলে ওঠে দেখলে নারী।


একা পেলে রাত-বিরেতে
ধরবে ওরা রক্ত খেতে।
রীতি-নীতি ভুলবে যখন
রক্ত খাবে যা প্রয়োজন।
      
পড়বে তখন অথৈ জলে
সে কথা যেও না ভুলে।
‘চলে যাবোই পাশ দিয়ে’
বোলো না বুক ফুলিয়ে।


যাবেই যদি ভেবে থাকো
নুনের প্যাকেট সঙ্গে রাখো,
নুন ছড়ালে ওদের চোখে
থাকবে নাকো ওরা সুখে।


রক্ত ঝরলেই মুখটি দিয়ে
পালাবে ওরা প্রাণের ভয়ে
জুটলে ওদের উচিত সাজা  
ঘুচবে তখন সকল মজা।