মজার দেশ   ভোটের শেষ
        থাকছে রেশ  
ঝরলো ঘাম    অনেক দাম  
        বুঝছি বেশ।


দেশে এখন     সবার মন
        জিতবে কারা
দিক বিদিকে    চলতে থাকে
         হিসাব করা।


সেসব যাক    গপপো থাক    
         ভাবতে বাকি  
দেবতা গণে     ভোটের ক্ষণে
         আসলো নাকি?


মহান দেশে    মুচকি হেসে
        দাঁড়িয়ে ভোটে          
কতক বুথে    ব্যাপক স্রোতে          
        জিততে তাতে।


সকল ভোটে     কতক বুথে    
         বিরল দশা
দফায় রফা     এক তরফা
         সেই তামাশা।      


অনেক হলো    এবার বলো  
         একটু ভেবে                
আরেক ধাপ     অঙ্গুলি ছাপ    
        জুড়তে হবে।
    
ভোটার পত্রে    সকল ভোটে    
         দেশের অর্থে    
সেসব হবে     বেশ গরবে
         দেশের স্বার্থে।


চোখের মনি    দেহের খনি
         জুড়বে সাথে
বায়োমেট্রিক    ছাপটি ঠিক      
         থাকবে তাতে।


ভোটের দিনে    ভোট মেশিনে    
        মিললে দু’য়ে
সবুজ আলো      রবের ভালো
         উঠবে জিয়ে।

মেশিন খানি    ঠিক তখনি  
          সচল হবে  
ভোটের দাবি   তাহার চাবি                                      
         মিলবে তবে।            
      
এজেন্ট বিনে    সঠিক স্থানে      
        ভোট প্রদানে            
সকাল-সাঁজ    দেশের কাজ
       জাগবে মনে।
  
লাগবে ভারি   এক প্রহরী  
        এক ক্যামেরা    
মেশিন টাকে    সুদূর থেকে
         দিতে প্রহরা।


ব্যর্থ ক’জন     তবু তখন
        ভোটের ভাগি’
সমাজ জুড়ে    থাকছে পড়ে          
         ভোটের লাগি।


থাকলো আদি    নিয়ম বিধি    
         তাদের লাগি
ভাববে সবে    হাত বাড়াবে
         একটু জাগি।