সরকার দুঃস্থদের দুর্দশা ঘোচাতে    
তার কোষাগার থেকে অনুদানের
সামগ্রীগুলি ক্রয় করার সুবিধার্থে  
বি.পি.এল.কার্ড দিয়েছে দুঃস্থদের।      
  
সেই কার্ড ফেরত দিতে পারেনি  
অর্থ-কষ্টে ম্রিয়মাণ সেই দুঃস্থরা।  
অনিচ্ছা সত্ত্বেও কার্ডগুলো নিলো
পরজীবীর মতো বাঁচা মানুষেরা।


আত্মগ্লানিতে মাথা হেঁট,পর্ণকুটিরে
বসে সেই দুঃস্থরা ভাবে কিভাবে    
অতি সামান্য দুই টাকা জোগাবে  
শুধু চাল কিনতে একান্ত অভাবে।    


তারাও চায় স্বনির্ভর হয়ে বাঁচতে।
ভিক্ষা নয়,‘কাজ চাই’এই দাবিতে
ঘুরলো সরকারী অফিসে,আদালতে  
কাজের দাবী জানালো বজ্রমুষ্টিতে।
  
সরকার দাবীটা অংশত মেনেছে    
ওদের কথা ভেবে।কর্ম সংস্থানের  
জন্য সারা দেশে একশত দিনের  
কর্মসংস্থানের প্রকল্প চালু করেছে।


অর্থের সংস্থানে অনাহার শৃঙ্খলিত  
প্রান্তিক মানুষেরা ছুটে গেল শেষে      
তাদের সুবিধার্থে রাষ্ট্রের প্রতিশ্রুত    
কাজের প্রকল্পে অদক্ষ কর্মী বেশে।


দোলকের মতো সদা সূত্রে দুলছে
কাজ পাওয়া,না-পাওয়ার নিদান।
বঞ্চিতরা পর্ণকুটিরে ফিরে ভাবছে
কার্ডগুলোর কিভাবে দেবে সম্মান।