অবুঝ শিশু গুলি বোঝে না মানা  
আবাসের সীমানা প্রাচীর দেখে
তারা টুটে দিতে চায় ভূ-সীমানা।


শিরোপরে অখণ্ড আকাশ কে দেখে    
উল্লাসে ভরপুর তারা দের ডাকে    
তারা কল্পলোক পাড়ি দিতে শেখে।


মন উড়ে চলে মেঘেদের ফাঁকে  
ছায়াপথে পৌঁছে যেতে চাহে সে
ধরতে তারাদের থোকে থোকে।      


তারা রা সেথায় অনন্তকাল বসে  
অপরূপ মনোলোভা ভূমি থেকে
শিশুদের ডাকে স্নেহ পরবশে।  


ভাবনায় অপারগ চেয়ে থাকে    
কষাঘাত করে নিজ মনটাকে।