দেখেছি এক ঝাঁক গ্রন্থকীট জ্ঞানের
দীপ্ত আলোক বর্তিকাকে নিশানা করে
পিপীলিকাদের মতো উড়ে এসে স্বপ্নের  
সূক্ষ্ম ঝালরে আটকে পড়ে বন্দীদশায়
ছটপট করলো দুর্বিষহ জীবন যন্ত্রণায়।


বাঁচার লাগি ডানা ঝাপটে জাল ছিঁড়ে  
মরণ ফাঁদ থেকে বেড়তে গিয়ে ওরা
কালাপানির জলে পড়ে হাবুডুবু খেল
মালবাহী বজরাদের মতো দুখভারে।      


সামান্য অর্থের বিনিময়ে কাজ জুটলেও
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য-সূচকের
সদা ঊর্ধ্বগতিতে দেখলো জীবন নির্বাহে
পড়ছে টান।আগ্রাসী হাঁ করে ছুটে এসে
নিয়ত গিলতে চাইছে হাঙরের মতো।


ভাগ্যের নির্মম পরিহাস,তাদের সংসারের
দায়ভার কাঁধে,কষ্টে নাছোড়-ঘানি টানে।
কপালে রেখা-বলীতে ফুটে উঠছে অজস্র
দুঃখের কালশিটে।দুখে দোলাচলে দোলকের
মতো দোল খেয়ে দুধারে প্রান্তসীমায় এসে
বারংবার ঠোকা খাচ্ছে কষ্টের দেওয়ালে।
কখনো বা নিঃশব্দ মরু ঝড়ে প্রাণ হারায়
সূক্ষ্ম সুতো ছিঁড়ে,রুক্ষ পাথরে পড়ে।দেখেছি    
হংস বলাকারা লক্ষ কোটি যোজন দূরে।