এক যে দেশের মহান রাজা সেরা প্রযুক্তিবিদ বটে
বিদ্যাবুদ্ধি না থাকলেও বিধান না-দিলেই কি চলে?  
বিষয় পাঠের কী আর দরকার মসনদ যদি জোটে?
এক যে দেশের মহান রাজা সেরা প্রযুক্তিবিদ বটে।
তার বিধানে সে বলে যায় নদী বইবে কোন খাতে
যে কেউ বিধি ভঙ্গ করলে তার অশেষ দুঃখ ভালে।  
এক যে দেশের মহান রাজা সেরা প্রযুক্তিবিদ বটে      
বিদ্যাবুদ্ধি না থাকলেও বিধান না-দিলেই কি চলে?