কী বললে?
কেঁচো খোঁজার সময় কেউটে বেরিয়ে এসেছে?
বলি,তাতে হৈ-হৈ করার কী আছে?
জানো,জনগণের এ-এক অভ্যাস,ছোট্ট ঘটনাকে
বড়ো করে দেখানো।
যাক গে।বলি ,ঝাড়ফুঁক করার জন্য
ওঝা এদেশে কি কম আছে?
তোমরা কি জানো না,এ বিষয়ে সমগ্র বিশ্বে
এ দেশের যথেষ্ট সুনাম আছে?
আগেও এ রকম কত কী ঘটেছে।
ওঝাদের ঝাড় ফুঁকে নিমেষে সেরেছে।
ক’দিন হৈ-হৈ চলার পরে সেসব স্মৃতি
অতলে তলিয়ে গেছে।
বলি,ওঝাকে ডাকো তাড়াতাড়ি,সে এসে
ঝাড়ফুঁক করলেই কেউটে ঢুকবে খাঁচায়,
আশপাশের লোকজন হয়তো কিছুক্ষণ এ নিয়ে
করবে বলাবলি,তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।
কী যাবে আসবে তাতে?
তারপর?
ক্লান্ত শরীরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি।
পরের দিন দেখবে তারা সেসব ভুলে নিজেদের
কাজ কর্মে জড়িয়ে পড়েছে।