বুধু বাবুর দিন কেটে যায় নেশার ঘোরে
তার ভেড়ি র মাছ বাড়ে বেশ গায়ে গতরে
       দেখভাল করে বিশু চাষি
       মাছ দের খেলা দেখে বসি’
কড়ির লোভ লালসায় সে রোজ ঢলে পড়ে।


বড় এক ভিন ভেড়ি আছে তার পাশাপাশি
তার মালিক রবি সারাদিন থাকছে বসি’
        সব খবর রাখে নজরে
      তার মাছেরা বাড়ছে নারে
ঝরা ফুলের মতো খসে তার মুখের হাসি।


লোভাতুর বিশু শলা করে রোজ তার সাথে
সে খাল কেটে বুধুর মাছ দেয় তাকে রাতে
        রবির থেকে জুটছে কড়ি
      সিকি দাম পেয়ে খুশি ভারি
তার মুখের হাসিটুকু থামে না কোন মতে।


সকাল হলেই শলা করে সে বুধুর সাথে
বলে,তার বিলের মাছ মরে গহন রাতে।
       মরেই মেশে মাটির সাথে
      সমাধি তে যায় সেই রাতে।
বলে,রবির কাছ থেকেই মাছ কিনে নিতে।


বুধু বাবু তখন টাকা দেন বিশুর করে                      
তাকেই পাঠায় মাছ কিনতে রবির ঘরে  
     মাছ কেনে ও সে তার থেকে
     কাট মানিও জুটতে থাকে
দুই তরফেই রোজ বিশুর পকেট ভরে।


এ যেন শাঁখে র কড়াত চলছে আগে পিছে
দুই ওরফে কাটছে শাঁখ বেশ রসে বসে
        কড়িও চলে হাত বদলে
      মাছ ধরে কেহ ঘোলা জলে
সবই জানা যায় আজ ঠায় ঘরেই বসে।


বাবু মশাই সারাটা দিনই নেশায় বুঁদ
ভেড়ি বাঁচাতে রোজ গুনে দেয় অনেক সুদ
      সেটাও যোগান দেয় রবি
       বুধু!কদিন পরে দেখবি
তোর বসন বেঁচে দিলেও মিটবে না সুদ।


সময় থাকতে বুধু তোর সব নেশা ছাড়
চেয়ে দেখ চারদিকে তোর সুদের পাহাড়
      বিশু দের নিয়ে ভাব দেখি
      খাল কাটা তুই রুখবি কি?
তোর বিল বাঁচাতে এটুকু ভাব বার বার।