খেজুর গাছ কাঁপছে থরথর
বাড়ছে যখন শীতের বহর।
চাষিরা তখন দিবস কালে
খেজুরে গাছ ছাঁটছে দলবলে।


ক্ষতস্থানে বসাচ্ছে এক নলি
প্রান্তভাগে এক কলসি খালি।    
রস ঝরে পড়ছে দিবস-রাতে
আবালবৃদ্ধ মাতছে উৎসাহতে।


নোনতা নয় কো,সুমিষ্ট রস
তার গন্ধ দিচ্ছে পাগল পরশ।  
মৌমাছিরা আসছে গুনগুনয়ে  
কোথায় ছিল ওরা,কে জানে!


উড়ে এসেই ওরা জুড়ে বসছে
সেথায় থাকছে খুব মজলিশে।
সারাটা দিন ওরা গিলছে রস  
চাক মুখে উড়ছে প্রতি দিবস।


কলসি ও পাচ্ছে রসের পরশ  
উদর ভরলে হচ্ছে সে বিবশ।
ভোর হলেই মেঠো পথ ধরে
চাষিরা রস নিয়ে ঘরে ফেরে।