বলি,আবেগের ঘোড়ায় চড়ে হন্তদন্ত
হয়ে মাঠে এসেছো,তোমরা!
খেলতে এসেছো নাকি?
হাতে ওগুলো কি?
নাটাই-ঘুড়ি নাকি?
বেশ!ঘুড়ি ওড়ানোর খেলা।
ওড়াবে ঘুড়ি?
ওড়াও,মনের উল্লাসে।
খেলবে কাটাকাটি?
খেলো,বাধা কিসে?
বেশ ভালো,এই তো যথার্থ সময়!
দূর থেকে আমরা দেখবো
কাটাকাটি,হার-জিত,
ছন্নছাড়া কাটা-ঘুড়িগুলোর অবস্থা।
সেসব উড়ে গিয়ে নিশ্চয় মুখ থুবড়ে
পড়বে কোথাও,দূরে
নিয়তির টানে।