মানুষে মানুষে
দ্বন্দ্ব, হানাহানি, যুদ্ধ ও রক্তক্ষয়
আদিকাল থেকে চলছে সমগ্র বিশ্বময় ।
আজ অবধি যত প্রাণহানি হয়েছে বিভিন্ন ক্ষণে
হয়তো সবচেয়ে বেশি হয়েছে ধর্মের কারণে।
বিবেক বিরুদ্ধ সহিংস এ কাজ সমাজে করছে বিরাজ
কারো প্রাণ কেড়ে নিতে অনেকের বাঁধে না বিবেকে।
দেখি কত মানুষ ছুটছে এদিকে সেদিকে
ঈশ্বরের প্রতি মানুষের অন্ধবিশ্বাসে
কানামাছির মতো তাঁকে ছোঁয়ার আশে।
বলি,আকর্ষের সাহায্যে লতানো গাছের মতো
সহজেই নিজ ধর্মবিশ্বাসে আঁকড়ে থাকা যেতো
তবুও অনেকেই খুঁজতে ব্যস্ত কোন ধর্ম শ্রেষ্ঠ !
সুদীর্ঘকাল চলছে ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে এ বাছবিচার
ভাবি, জনমানসে সেও কি দরকার ?
দেখি, বিশ্বময় ধর্ম নিয়ে চলছে রেষারেষি,লড়াই
আরও কত কী ‍!
জানি না, কবে হবে শেষ
অন্য ধর্মের প্রতি অসন্তোষ ও বিদ্বেষ ।
তুষের আগুনের মতো অনেকের অন্তরে
অন্য ধর্মের প্রতি বিদ্বেষ জ্বলছে ধিকিধিকি।
ভাবি, রেষারেষিকে বিসর্জন দিয়ে সকলে
যে যার বিশ্বাস নিয়ে থাকলে ক্ষতি কি ?