প্রতিশ্রুতি অনেক ছিল
কিন্তু, সবই কর্পূরের মতো যেন উবে গেল !
বিনিময়ে খণ্ড খণ্ড কালো মেঘ
চারিদিক থেকে এসে একত্রিত হলো
দিনের গায়ে লাগলো কালি, বেশ জোরালো।
আলোর অভাবে অন্ধকার ঘনীভূত হলো ।
এ যেন দ্বায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতায় উন্নয়ন ফ্যাকাসে,
দেশে বেকারত্ব ঊর্ধ্বগতিতে বাড়ছে,
কৃষিনির্ভর দেশের জনগণের সত্তর শতাংশ অসহায়
কৃষিবিল নিয়ে তারা এখনও ধোঁয়াশায়,
রাত কাটাচ্ছে মাঠেঘাটে কিবা রাস্তায়।
বাদবাকি?-সকলেই এই অন্নদাতাদের মুখাপেক্ষী
দেখো,রাতের আকাশের অগণিত তারারা সাক্ষী ।
দীর্ঘদিন যাবৎ রান্নার গ্যাস সহ সব পেট্রোপণ্যের
ক্রয়মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী,
এ অবস্থায় ভোগ্যপণ্য আর বাদ যায় কি ?
ওই শোনো, দুঃস্থ মানুষেরা নিত্যপ্রয়োজনীয়
দ্রব্যাদি কেনার সঙ্গতি হারিয়ে করছে চিৎকার।
এখন আঁধারে ঘনীভূত রাতি,
মিটিমিটি করে আলো জ্বালিয়ে রাখছে জোনাকি !
চারদিকে এ কী দেখি! দিশাহীন জনগণ ক্রয়ক্ষমতা
হারিয়ে বিনিময়ে সঞ্চয় করছে ব্যাপক অপুষ্টি ।
ক্ষুধা-সূচকে স্পষ্ট এখন তাদের কী পরিণতি !
ভাবি, কখন শেষ হবে এই রাতি !