মা দুর্গতিনাশিনী দুর্গা,
তোর সন্তানদের নিয়ে বাপের বাড়ি ,মর্তে
এক বছর পর এসে  জুটিয়েছিস এক কাজ ,
বেশ! ভেবেছিস,সব অসুরদের মেরে করবি
শেষ। ওদের বাঁচিয়ে রাখবি না আর মোটে ।
বলি, ঝুঁকিপূর্ণ এই কাজ করবি, তোর সাধ্য
কতটুকু ? বিশেষত এ যুগে, সন্দেহ জাগছে
তাতে !
দেখি, চারদিকে রোজ কত কী ঘটে, ওদের
উৎপাতে। অশুভ কারবার, এ বিশ্বকে অসুররা
করছে ছারখার ।
বলি,অসুর নিধন তো দুরস্ত পিস্তল, রাইফেল
এসবের সাথে আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র
নিয়ে মস্ত শক্তিধর অসুররা দাপিয়ে বেড়ায়
সর্বত্র সারা দুপুর, তবু তুই ওদের খুঁজে পাস
না মোটে ।
ভাবি, সমাজে দুরারোগ্য অসুরবৃত্তি ব্যাপকভাবে
ছড়ালে, বিভ্রান্তি কত কী ঘটে ! দেবতাদেরও
এই বিভ্রান্তি থেকে ছাড় জোটে না ।
বলি, এখন কাজে লাগা তোর তৃতীয় নয়ন ।
মা দুর্গতিনাশিনী!
শোন, যে কাজ খুব প্রয়োজন। সবার মন থেকে
অসুরদের নিধন কর তো দেখি ।