কে জানে শিক্ষাদীক্ষা আজ কি বেগতিক?
লোকে বলে ‘মনঃসংযোগ’ গুরুত্বপূর্ণ দিক
যে যেখানেই সাধনা করতে যাক
যে কাজে যে যখনি সাফল্য পাক
মনঃসংযোগকে গুরুত্ব দিতে হয় সর্বাধিক।


‘মনঃসংযোগ’ সব সাধনার আরাধ্য ধন।
সেখানে শব্দ-দানবের কি খুব প্রয়োজন?
সভ্যতার অগ্রগতি কি একেই বলে
যা নিয়মিত চলতে দেখি এ কালে?
রুখবে কে সাধন-ক্ষেত্রে মাইকের গর্জন?


বেগতিক অবস্থায় সাধকেরা করবে কী?
শব্দ-দানবের দাপাদাপি স্তিমিত হবে কি?
আমরা কোথায় দাঁড়িয়ে কে ভাবে?
মনেও কষ্ট হয় নাকি এসব ভেবে
ধর্মক্ষেত্র উপযুক্ত সাধন-ক্ষেত্র থাকছে কি?