নির্জন কুটিরে ঘোমটা পরা রমণী,  
নাম জিজ্ঞেস করতেই হেসে বললো-
‘কৌতূহল’!‘এই নামটি আগে শুনিনি  
কখনো’,বলতেই সে ঘোমটা সরালো।
অপলক চেয়েছিল।জানালো,‘জিজ্ঞাসা  
যত মারে উঁকি সত্যানুসন্ধান লাগি’,
অধরার পিছু প্রাণান্ত ছুটে প্রত্যাশা
পূরণে নাজেহাল,সবার ডাকে জাগি।


শিশুরা যখন মায়ের কোলে হরষে,
রসেবসে মায়ের দেহের গন্ধ শোঁকে,
জননীর মুখখানি দেখে কোলে বসে  
অপলকে,তখন সঙ্গোপনে যে ঢোকে
অকুস্থলে,শিশুকে জাপটে ধরে ঠায়  
জড়িয়ে থাকে,সেইতো আমি‘কৌতূহল’।