লিঙ্গ বৈষম্যের বেড়ার পাশে     ধন্যা সানাল দাঁড়িয়েই আছে
                  কতক পুরুষ জ্বলছে রোষে
প্রমীলার পাশে শতক নারী      গর্জে উঠছে সকল অনুচরী
                  মেতেছে ওরা হিসাব কষে।


জয়-পরাজয়ের নেশা নয়      লিঙ্গ-বৈষম্যেই ঘোর নির্দয়
                  সাম্যর দাবীতে হলো সরব
সব অন্তরায় পেড়িয়ে ধন্যা      অগস্ত্যকুড়মে যাবে অনন্যা
                     বাঁধন টুটে করবে পরব।


আত্মবিশ্বাসেই অটুট থেকে      নিজের জীবনকে বাজি রেখে
                    দেশমাতার অভয় দানে
সে মরণ ভয়কে দূরে ঠেলে    সব কুসংস্কারকে পায়ে দলে
                   চললো ধন্যা আপন মনে।


বাধা বিপত্তির দুয়ার খুলে      পোঁছে গেলে সেই চুড়ার স্থলে
               তার আত্মপ্রত্যয় জাগলো বেশ
বোঝ এবার সবাই সমান      লিঙ্গ বৈষম্যের নেই কো স্থান
                   সব বিভ্রান্তির হোক শেষ।