আমার এ মণিহার      রতনের সমাহার  
           লোভের ঝাঁপিটি খুলে      
দুপুর বেলাটি হলে   পড়েছি আমার গলে
           দেখে যা নয়ন মেলে।


অশেষ লোভের বশে   নরকে গিয়েছি শেষে
            ঝড় উঠেছে দিবসে
সায়ম ঘনিয়ে আসে   বুঝিতেছি অবশেষে    
           কেহ থাকিবে না পাশে।


নিয়ত করেছি ভুল    আজিকে কেঁদে আকুল  
           দিতে হবে গো মাসুল
মেঘে ঢেকেছে আকাশ   নাই বিমল বাতাস  
           লুটবে ঝরান ফুল।