রাতে প্রায়শ যখন ঘুম আসতো না
গভীর রাতেও বিছানায় শুয়ে ছটফট করতে
মনে পড়ে কারণ জিজ্ঞেস করলে বলতে
মনে খচখচ করছে কী যেন এক সুপ্ত বাসনা।
ইচ্ছাগুলো খাঁচা বন্দী থাকতে চাইতো না,
বলতে, ছটফট করছে ডানা মেলে বের হতে।
জানতে সেগুলো ডানা মেলে খাঁচার বাইরে
বেরিয়ে এলে কত কি ঘটতে পারে।
তবু রোখার চেষ্টারও কিছুটা অভাব ছিল, বৈকি।
সেকথা এখন আর বলতে হবে কি?
একটা সত্য, পাখি বেপরোয়া হয়ে খাঁচাতে
ডানা ঝাঁপটালে ক'জন আর ধরে থাকতে পারে?
তুমিও বোধ হয় সেকথা উপলব্ধি করেছ হাড়ে হাড়ে।
সেদিন হলো কি?
কে ঠক ঠক করে কড়া নাড়লো দুয়ারে?
বোধ হয় সেদিন তালা লাগাওনি খাঁচার দরজায়
ভাবলো পাখি, এবার বেরিয়ে যেতে বাধা কোথায়?
পাখি দরজা খুলে ফুরুত করে বেরিয়ে গেল
সেই যে বাইরে বের হলো
তারপর তাকে আর রোখে কে?
মনে পড়ে, বিকালে বিলের ধারে বসে
অবসর কাটানোর সময় প্রায়শ শোনাতে,
ঘোলা জলে মাছ ধরতে সুবিধা খুব
সেসময় সুযোগ আর জুটলো কৈ?
এবার তুমি আর স্থির থাকতে না পেরে
নামলে সেই কাজ করে দেখাতে।
পাঁকে নেমে জল বেশ তো ঘোলা করলে
দূর থেকে সকলে দেখেছে করলে কী?
এমন কাণ্ড করে বসলে
মাছগুলো ছটফট না-করে থাকতে পারে?
এই দৃশ্য দেখে ভাবছে সকলেই
এখন তোমার ইচ্ছা পূরণে মাছ ধরতেই বাকি।