মোর দু’মুঠোতে ধূসর-ধূলি
পুষ্পপত্র থেকে ঝরালো অলি
কুড়িয়ে এনেছি তোর কাছে-
মা!কোথায় রাখবি ধূলি’?


কতক জমি-মাফিয়া,মস্তান
দেবেনা জমি আঁচল-সমান
সে’টুকুও কাড়তে বিভোর
না-আছে সেই জমি তোর।


মাফিয়া একরোখা,বেইমান।
জমি দখলে ওরা আগুয়ান
মার প্রতি সন্তানের কর্তব্য
ভুলতে বসেছে।ওরা অসভ্য।
    
মাকে গলাধাক্কা দিয়ে বলে
‘আজই গৃহ ছেড়ে যা চলে
খুঁজে নিস রাস্তার ফুটপাথ
থাকবি সেথায় রোজ রাত।


দেখি,ওরা সকলেই বজ্জাত!
জমি নিয়ে বাঁধায় সংঘাত        
সমস্ত জমি গ্রামে বা শহরে
তারা কেড়ে নেবে নির্ঘাত।


মাফিয়া জমির গন্ধ শোঁকে
কুক্কুরের মতো দিকে দিকে,
দিবসে বিষয় সন্ধান করে
নিশীথে ফেরে মুখ ঢেকে।


ওরা উদ্ধত পিস্তল হাতে
ভূমিপুত্রদের শাসিয়ে বলে
‘তোদের ঘরবাড়ি বেচতে
কোর্ট চত্বরে যাবি প্রাতে’।


ভূমিপুত্রদের গৃহহীন করলে
তারা সড়কে ঘুরবে সদলে
মাগো!এখনি বলবি মোরে
ভূমিপুত্রদের রাখবি কোলে?


নির্বাক মাতা অপলক চাহে
অশ্রু ঝরে তার গাল বেয়ে
জননী ভাবে আঁচলের দশা
সন্দিগ্ধ তার আশা-নিরাশা।