আমার দিন কেটেছে সোহাগ ভরে সবার
সাথে হেসে খেলে।নেচেছে আমার মন ময়ূরী
তাদের সনে,সকল ক্ষণে।আমার দিন কেটেছে
এই ভাবে।।  
সায়ন বেলায় সন্ধ্যাতারা নদীর ও-পাড়
থেকে বলছে ডেকে আয় চলে আয় ডাক
শুনে।ও মাঝি ভাই,তোর নাও নিয়ে আয়
এ-পাড় ঘাটে।রিক্ত হাতে চড়লে তাতে তুই
আমায় নিয়ে চল ও-পাড় ঘাটে,সাথে সাথে।।


ও মাঝি ভাই,ভয়ে মরি।মাঝ-দরিয়ায় ডুবলে
তরী তলিয়ে যাবো মাতাল স্রোতে।সেই ভয়ে
আঁকড়ে ধরে রাখবো তোকে নদী পথে।ডুবলে
তরী আমায় ছেড়ে যাস না চলে।করলে সে
কাজ পারবো না ও-পাড় যেতে কোন মতে।


তাই তো বলি তেমন হলে ডোবার ভয়ে
হাতটি তুলে ডাকবো তোকে, ‘বাঁচাও বলে’।
তুই তখনি তোর মুঠোয় ধরে পৌঁছে দিস
ও-পাড় ঘাটে।