ও মাঝি ভাই!দেখ রে চেয়ে ফুটো তোর নৌকা খানি
হাঁ করা মুখ দিয়ে সে এক নাগাড়ে গিলছে পাণি।
পেট টি ফুলে তার যখন তখন মরণ দশা
তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড় রে এখন,শিরোমণি।


ঈশান কোণে জাগছে ওরে ভীষণ সাগর বাণ
ও মাঝি ভাই!তোর তরী টাই যে সামান-সামান।
বাণ দেখে কি জাগছে ভয়?পাল খুলে হাল ধর।
ভেবে দেখ এখন করবি কিরে?আসছে তুফান।


ও মাঝি ভাই!তলিয়ে যাবে তোর সাধের নৌ খানি।
তাই বুঝি কি বাড়ছে তোর বুকের ধুক ধুঁকনি?
এখনি বদ্যি মশাই এর কাছে যাবি কিনা বল?
একটি বার যাবি তো চল রোগটি সারিয়ে আনি।