শুনেছি গাধা নাকি তার মগজ টা বন্ধক
রেখেছিল ধূর্ত শৃগালের কাছে।মহাজনী এই
কারবারে বন্ধক রাখা মগজ টা মহাজনের
সিন্দুকে তালাবন্ধ বহুকাল ধরে।নিশ্চিন্তে
ঘুমাচ্ছে দীপ নেভা গহন অন্ধকারে।
দেখি না মগজ কে বন্দিদশা থেকে মুক্তির    
প্রচেষ্টা।মহাজনের ঘরে সুদ বাড়ছে নিয়ত
চক্রবৃদ্ধি হারে।আসল পরিশোধ না করলে
ক্ষতি নাই,নিজেদের ব্যর্থতায় ঋণগ্রস্ত হতে
হবে সুদের জোয়ারে।
এ কিসের আবহ?বাজিকরের যাদু-দণ্ডের    
ইশারায় খেলায় মেতে ওঠে।কান ছিনিয়ে
নিয়েছে শুনে চিলের পিছনে ছোটে।
বাজিকর বসে ভাবে,তাদের কান যথাযথ
স্থানে আছে কিনা সেটুকু দেখারও তাগিদ
তাদের দেখি না।এসব ঘটে মগজ টা যখন
নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে।
রূপের সাযুজ্য র জন্য কাক ও কোকিল কে  
চেনা কঠিন।ভিন্নতা আছে ওদের মতিগতি
এবং আচার আচরণে।একটু চেষ্টায় সহজে
বোঝা যায়।ওদের ডাক শুনে পাখি চেনার
ব্যর্থতায় মাসুল গুনতে হবে নির্দ্বিধায়।