কী কাণ্ড ঘটালে শ্রীলঙ্কা-দেশে সাহায্য করতে এসে?
মারবে কি সে দেশের মানুষ তোমার পদতলে পিষে?
শুনতে কি পাও সে দেশে এখন কী চরম হাহাকার?
মোটেই ভালো নয় যে বার্তা পৌঁছলো দেশে দেশে।


বন্ধু-বেশে এসে অচিরে ভাঙ্গলে বিশ্বাসের আঁতুড়ঘর
ঝড়ের বেগে বিশ্বের দেশে দেশে ছড়ালো সে খবর।
ভাবি,বন্ধু-বেশে এসে যা কাণ্ড করলে এই ক’বছর
তোমার ছায়া দেখলেও দর্শকের আসবে বৈকি,জ্বর!


বিশ্ব দেখলো মানবতার এ ভাবেও হতে পারে মৃত্যু?
তার চেয়ে ভালো হতো নাকি সামনে দাঁড়ালে শত্রু?
জেনে বুঝেই মোকাবিলা করা যেতো শত্রু সেনাদের
ভাবি এ দুঃসময়ে কালের ঘূর্ণাবর্তে বদলেছে ষড়ঋতু?