শোনরে পশুপাখি,কীটপতঙ্গ
      ছাড়রে সবাই রঙ্গ।
আকাশে জমেছে মেঘ-তরঙ্গ
      হোক উল্লাস ভঙ্গ।  
সামনেই বাঁচা-মরার লড়াই
      প্রহর গোনরে ভাই।
তোদের দুঃসংবাদ জানাতে
      চাই না কোনমতে,
বিপদ সংকেতে বলতে হবে
     তোদের কথা ভেবে।


এই ধরণীটা শুধু মানবের
     স্থান নেই তোদের।
সেই নিয়ে তর্ক-বিতর্ক হলো
    সান্ধ্য-কালটা গড়াল
তবুও ফয়সালা হতে বাকি
    আছে বুদ্ধির ঢেঁকি!
বিতর্কের মীমাংসার ভার
   জনগণের সবাকার।


শেষে এক জন-আদালতে
   রায় হলো গণভোটে  
পশুপাখিদের মারতে হবে
   মানুষ থাকবে ভবে।
এটাই জনগণের আবদার
    জনমতটা সবাকার
প্রান্তিক চাষিরা নেবে ভার
     করবেই ছারখার।


তারা শস্যবীজে বিষ-মেখে
     ছড়াবে দিকে দিকে
বিষ মিশ্রিত তেল ছড়াবে
    খেলে মাটিতে লুটবে।
জুতসই সেই বিষগুলি হলে
     যাবে নাকো বিফলে।


বলছি,তব মৃত্যুর পরোয়ানা
     করছেই আনাগোনা
কষ্ট সহে তাই জানাতে চাই
     শোন তোরা সবাই,  
বাঁচার তাগিদে ভাব বসে
     একটু হিসাব কষে
যজ্ঞ করিস সবে অষ্টপ্রহর
       কিংবা তোরা মর।