কালো রাত!সময় গড়ালো বহুদূর
তবু অন্ধকার ঘুচে সূর্য উঠতে এখনও বাকি।
সুখনিদ্রায় বিভোর মানুষগুলো বুঝলো কি
কাল-নদী বাঁকে এসে দামে ঠেকে যাওয়ার কারণে
এ সমাজের হতভাগা মানুষদের জীবনে
ঘটে গেল কত কী?
বলবো কী, তাদের অশ্রুঝরা দিনগুলোর সাক্ষী
আকাশের তারাগুলো এ পৃথিবীর
হতভাগাদের দিকে চেয়ে আছে মিটিমিটি!
শুনতে কি পাও ওরা বলছে কী?
কান পেতে শোনো ওরা অস্ফুটে বলছে
তাকিয়ে দেখো ওই দূরে দিগন্তরেখার দিকে,
দ্বিতীয়ার চাঁদের মতো জ্বলে উঠছে
হতভাগাদের জীবনে আশার আলো,
ঘুমিয়ে পড়ো না আর
ওঠো,শক্তভাবে কোমর বাঁধো
এখনও বহু কাজ বাকি
ক্ষয়িষ্ণু এ সমাজ থেকে
মুছে দিতে হবে সব জঞ্জাল,বৈকি।