মুশকিল আসান,
প্রতিশ্রুতিতে মোম গলে তরল।
সরকারী সাহায্য পৌঁছে যায় ঘরে ঘরে,
একেবারে কল্পতরু এবং কামধেনুরও উপরে।
চাইতে হয়না মোটেই,
স্বর্গেও এমন মুশকিল আসান কি জোটে?
গুপ্ত রহস্য?
-আছে,ম্যাজিকের মতো ব্যাপার।
সবার আগে এক জল ভর্তি গ্লাসের জলকে
দু’টি গ্লাসে ঢালো,
কম বেশী হয় হোক,সবাই দেখুক।
প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করো,
কোন গ্লাসে ঢালতে হবে জল?
উত্তরটা শোনো।
তারপর অপর গ্লাস থেকে সেই গ্লাসে জল
ঢেলে পূর্ণ করতে অসুবিধা হবে কি?
মুশকিল আসান হতে বাধ্য।
জনগণের চাহিদা থাকবে কেন,অপূর্ণ?
এ-কাজে শুধু বুদ্ধির দরকার।
ঠিক তেমনি,ভাবো সরকারী সাহায্য
পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে,
কিন্তু আসছে কোত্থেকে?-বুঝতে কষ্ট হচ্ছে?
বলি,বাড়তি কর,যা চাপানো হয় জনগণের উপর,
পাম্পের মতো ব্যবস্থা, জনগণের পকেটের অর্থ
নিষ্কাশনের সুবন্দোবস্ত,আর কি!
এবার দেখবে নাকি সাইফন প্রক্রিয়া ও পাম্পের
জারিজুরি।
উপরের পাত্র থেকে নিচেরপাত্রে ঢালো জল,আর
তারই পাশাপাশি নিচের পাত্র থেকে পাম্পের
সাহায্য জল পৌঁছে দাও উপরের পাত্রে।
অবিরাম চলবে সাইফন,পাবে জলের যোগান।
বলো,মুশকিল আসান হলো কি?
কর আদায় ও অর্থ সাহায্য চলছে সমানে।