চারিদিকে হচ্ছে কি দেখবে নাকি?
শোনাবে রাত পোহাতে যে বাকি
আরও একটু সবুর করো।
আঁধার দেখে ভয়ে ডর?
বুক বেঁধে না-থেকে করবে কী?


নয়নতারা ঘুমোয় রাতে চক্ষু মুদি’
পলক খোলে-না সূর্য ওঠা অবধি।
জেনেছি সে ঘুম কাতুরে খুব
সন্ধ্যা হলে আঁধারে দেয় ডুব
ঘুমলে জাগে না কাতুকুতু দাও যদি।


দেখতে পারো সারা রাত্তির চেষ্টা করে
কাতুকুতু দিলেও আদৌ কি নড়ে চড়ে?
জেনো, সে সম্ভাবনা খুব কম
রাতে চোখ খোলে না একদম
তাকালে ভূত যদি তার মুখ চেপে ধরে।