বসন্তের কোকিলের কুহু কুহু ডাক শুনে
বেশ জীবন নদীতে নাও ভাসিয়ে চললে
উজানে।
কে জানে, জলের গভীরতা কোথায় কত
মাপছ কি? হালে পাণি পাচ্ছে কি?
মগজে শান দাও কি? কৃষ্ণকলির মতো
সব ভাবনা ছেড়ে আনমনে বাঁশি বাজাও
কি এ নাও-এ বসে?
তেমন হলে সেটি চড়ে বাঁধবে নাকি?
বলতে হবে, নির্বুদ্ধিতায় অভিমুণ্যর মতো
চক্রব্যূহে ঢুকে পড়লে কুচক্রীরা ঘিরে ধরে  
মারবে নাকি?
এখন কি তেমনি মরণ দশা? শয়তানেরা
চড়ে বসেছে জীবন রথে? জীবন আজ কি
অস্তিত্বের ঘোর সংকটে?
ভাবছো কি নির্বুদ্ধিতার কাজ করলে তখন
শয়তানরা করে কী? রথে চড়ে বসে সারথী
হয়ে ঘোড়া বিপথে চালিত করলে ওদের
আর দোষ কি?