বলি,হাত ধরো,নিয়ে চলো সাহারার দিকে
দেখছি,কে যেন সে' দিকে ডাকে!
হয়তো সেখানে অপেক্ষা করছে মানব জাতির ভবিষ্যৎ।
দেখো,গড়িয়ে গড়িয়ে সেদিকে চলছে রথ।
জানো,এটা হওয়ার ছিল না।
বিশ্ব প্রকৃতির ভাণ্ডারে মজুত সামগ্রী আজও যথেষ্ট,
তবুও তাদের সুষ্ঠু ও সম হারে বণ্টন হয়নি কখনও।
এ যেন শৃগালের পিঠা ভাগের মতো দশা।
এক শ্রেণির মানুষের অতিরিক্ত ভোগের লালসায়
প্রয়োজনের অতিরিক্ত অর্থ ও সামগ্রী মজুত করার
প্রবণতা থেকে সমাজে ঘনিয়ে আসছে চরম দুর্দশা।
আর কারণ খোঁজার আছে কি প্রয়োজন?
বিশ্ব জুড়ে সামগ্রী বিনিময়ের জন্য অর্থ ব্যবস্থা
সমাজে এই দুর্দশার মুখ্য কারণ।
এটি বিশ্বে মনুষ্য সৃষ্ট অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যের বিষয়।
পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এই বিশ্বের বিস্ময়,
অর্থের বিনিময়ে মানুষ মানুষের শ্রম ও মান-সম্ভ্রম
কেনাবেচা করবে,এটি কি চলতে পারে কোনও
উন্নত বিশ্বে?-যদিও এখনও চলছে রমরমিয়ে!
দেখো,পুঁজিপতিদের মজুত ভাণ্ডারের বাইরে সেটিকে
ঘিরে বঞ্চিত মানুষদের বুকের হাহাকার চিতার মতো
দাউ-দাউ করে জ্বলছে,ওই দূরে সাহারার দিকে।
বলি,হাত ধরো,নিয়ে চলো সে' দিকে।