ও নদী!তোর শৈশব গেল হেসে  
খেলে জীবন খাতে ভরা স্রোতে  
যৌবনে জীবনতরী ভাসাতে  
হতো সেই সৃষ্টি-সুখের উল্লাসে।


তখন চড়লো বলে ক্রোধের পারা
স্বপ্ন-গড়ার কাজ কি হয়নি শেষে?
তেমন না হলে মোহানায় এসে
কেন সুখচর গড়া হয়নি সারা?


নদী!পাড় ভাঙ্গার কাজে কাটলো কি
তোর ভরা যৌবন?বাদ গেল তীরের
সাথে বনিবনা?ক্রোধে পাড়ের
সাথে হলো কি রোজ ঠোকাঠুকি?


রাগের বশে কি পাড় ভেঙ্গেছিস রোজ
দিনে রাতে?ত্রুটি বুঝলি যখন
থেমেছে কি চড় গড়ার আয়োজন?
কেউ তখন নিয়েছে কি তোর খোঁজ?


ও নদীরে,তোর যৌবনের শেষে,  
সাগরসঙ্গম এসে বুঝলি নাকি
সুখের ঘর গড়তে তখনও বাকি?
কী করবি তুই এখন পাগল বেশে?


জীবন সায়াহ্নে মোহনায় এসে
উজান-ভাটায় করিস যাওয়া আসা
সুখ-পরী হয়তো না-পেয়ে ভরসা
তোকে ছেড়ে চলে গেছে শেষে।