নেই মোটেও শিক্ষা, স্বাস্থ্য, মাথার উপর ছাউনি
আর কত কী থেকে বঞ্চিত হতে হবে, কি জানি!
তাদের ঝোলা ভর্তি দারিদ্রতার অভিশাপ
তারা অন্ধকারে এগিয়ে এসেছে বহু ধাপ
তবুও এই বিপত্তি থেকে তাদের মুক্তি জোটেনি।
জীবনবোধ পাল্টে গেছে দারিদ্রতার করাল গ্রাসে
পেটের জ্বালা ও অশিক্ষা পাঠাচ্ছে তাদের বনবাসে
বাঁচার তাগিদে আদিম যুগে পা বাড়িয়েছে
নিরুপায়, অন্ধকারেই বাঁচতে হবে ভেবেছে
সভ্যতার ছোঁয়া বেপাত্তা হলেও সেসব ভুলে আছে।
ভাবছে শুধুই আর কিছু না হোক হলেই উদর পূর্ণ,
বেঁচে তো আছে, ধরাধামে মানব জন্ম হয়েছে ধন্য।
তারা এখন ভাতা বোঝে, বোঝে না আর কিছু
ছুটে বেড়ায় ভাতা দেয় যারা তাদের পিছু পিছু
তাদের এমন দশা করলো যারা নয় কি তারা ঘৃণ্য?