ও নদী রে,কূল কুল তোর মিষ্টি-মধুর
প্রাণের ভাষা খুবই খাসা।এই ভাষায়      
গান গেয়ে তুই দূর সাগরের দিকে
অবিরাম ছুটে যাস কিসের আশায়?


মাঝি-ভাই সেদিন বললো হেসে মাছের
সাথে তোর ভাব জমেছে গলায় গলায়।      
বলি,সে কারণে কি তোরা সবাই মিলে    
জলকেলি করিস রোজ বেলা-অবেলায়।


ও নদী রে,বলবি কিরে,সব মাঝিমাল্লা    
ও জলচর দের সাথে সখ্যতায় ঘাটতি
না-হলেও কেন পাড়ের সাথে তোর
চলছে দুই সতীনদের মতো খুনসুটি?


শুনেছি মাঝিমাল্লা ও দুই তীরের সব
পল্লীবাসীর সাথে তোর খুব মেলামেশা।
বলি,সে কারণেই কি মিষ্টি-মধুর গান
শুনিয়েই মেটাস তাদের বাঁচার আশা।