গ্রীষ্মে প্রখর রৌদ্র তাপ বইলো রোজ দিনভর            
তাতেই প্রকৃতি রুষ্ট তপন পেয়েছে সে খবর    
প্রকৃতিকে শান্ত করার নির্দেশ পবন কে দিলে  
সত্বর ডানা মেলে উড়ে এলো বৈশাখী ঝড়।

ওই দেখো সে আসায় সকলেই কেঁপে উঠলো  
প্রকৃতি-নিধন যজ্ঞে রত সব পাষণ্ডরা ডরালো
ভাবলো এবার তার প্রতিশোধ-স্পৃহা জেগেছে
সভয়ে তারা চারদিকে গেল গেল রব তুললো।
          
সুদিনে যারা ভুলেছিল দীন দুঃখী পাড়াপড়শী  
ঝড় দেখে বিলীন সেসব পাষণ্ডের মুখের হাসি
চিরকাল কারো সমান যায় না বুঝলো সেসময়
ধনী দরিদ্র নির্বিশেষে সকলে হলো বানভাসি।


ভোট এলে ভোট-পাখিরা মিষ্টি কথা বলে দেখি  
এবারও হয়নি তার ব্যতিক্রম জনসাধারণ সাক্ষী  
বসন্ত পেরলে আগে বহুবার কোকিল পালিয়েছে    
‘ইয়াস’ আসায় জন-দরদীরা পরীক্ষার মুখোমুখি।


এ দুর্যোগে জনগণ গলা জলে,ডুবতে কেবলি বাকি      
কে জানে জন-দরদীরা আজ হাঁটুজলে নামবে কি?
স্রষ্টা অলক্ষ্যে থেকে দেখেন কারা ছলনার প্রতিমূর্তি
দুঃস্থদের দুঃসময়েও নিশ্চয় তিনি থাকবেন সাক্ষী।