সে সময় ঝড় আসন্ন।দুর্যোগ গুনছে প্রহর।
‘আকাশের মুখ মেঘে ঢাকা,কালো।
জলাশয় থেকে উঠে এলো ঘরমুখো সব
পাতিহাঁস।সব সময় প্যাক প্যাক করা যেন
ওদের অভ্যাস।
পাশ দিয়ে যাবার সময় কি বললো,জানো?
বললো,‘জ্যোতি-হারা নক্ষত্ররা শুক তারার
পাশে সমবেত হলো ।’
কালো মেঘেরা এ কথা শুনে দূর থেকে
বললো,‘রন্ধন শিল্পের সাথে নাকি তাদের
যোগসূত্র জোরালো।বললো আরো,‘তারা
সকলেই নাকি রন্ধন ও পরিবেশনে খুবই
বিশেষজ্ঞ।নিত্য নতুন খাবার রান্না করে
অতিথিদের পরিবেশনে তাদের জুড়ি মেলা
ভার।আর এই আসরে তারা সমবেত হয়ে
নতুন খাবার রান্নার প্রণালী নিয়ে নাকি
করলো আলোচনা’।
মেঘেরা আরো বললো,‘তারা আগেকার
রান্নার তত্ত্ব বাজেয়াপ্ত করে তুলে ধরেছে
রান্নার নতুন বিশেষ সমীকরণ-‘আদা
দিয়ে কাঁচকলা রান্না’ আর সেটি এবার
অতিথিবর্গকে করবে পরিবেশন’।
এ খবর শুনে সকলে করলো বলাবলি-
‘অসামঞ্জস্য জোট’।তবু বুঝলো না তারা!