মিথ্যা, মিথ্যা, মিথ্যা.....
সহস্র মিথ্যা কথা জুড়ে সে এক মস্ত বড়ো শিকল,
অবিকল মোটাসোটা বটের ঝুরি র মতো,তবে সেটি
ঝুলছে সুউচ্চ মিনারের উপর থেকে নীচে,মাটি অবধি।
মনে কি পড়ে তাকে ধরে ঝোলার অভ্যাস
শৈশব থেকে রপ্ত করেছিলে বেশ?
তাছাড়া তাকে আঁকড়ে ধরে
বাঁদরের মতো ঝুলে করতে উপর-নিচে ওঠা নামা।
দীর্ঘ দিনের এই অভ্যাস যায়নি বৃথা,
অনেকটাই ওঠা হলো এই শিকল বেয়ে,
উপরে তাকিয়ে দেখো মিনারের চূড়ায় উঠতে
আর অল্প একটু ওঠা বাকি!
ভয় কী,ওঠো নির্ভয়ে,শিকল ছিঁড়ে পড়ার ভয়?
দেখি না সেই সম্ভাবনা,
কেন না,জনগণের ঘাম-রক্ত ঝরানো উপার্জিত অর্থে
এই শিকলের গায়ে বহুবার রঙের প্রলেপ পড়েছে।